অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শনিবার রাত্রে বহরমপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী তনুশ্রী ঘোষের বাড়িতে এসে বাড়ির সামনে লাগানো সিসিটিভি গুলিকে ভেঙে ফেলে। অকথ্য ভাষায় গালিগালাজ করে। বাড়ির সামনে এসে ৫ থেকে ৯ রাউন্ড ফাঁকা গুলি চালায় তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা বলে অভিযোগ। তাদেরকে হুমকি দিয়ে বলা হয় কংগ্রেস করা যাবে না। অপরদিকে ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপর্ণা শর্মা জানিয়েছেন, এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন। তৃনমূল কংগ্রেস মানুষের সঙ্গে আছে, তারা মানুষের উন্নয়ন করার লক্ষ্যে সব সময় এগিয়ে থাকে। কংগ্রেস এখন নিরাস হয়ে তৃণমূল কংগ্রেসের নামে দোষারোপ করছে।