বহরমপুরে কাদম্বিনী'র বিচার চেয়ে আন্দোলনরত জনগণ শনিবার মুর্শিদাবাদ বইমেলা চত্বরে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সিবিআইয়ের পক্ষ থেকে ৯০ দিনের মধ্যে চার্জশিট জমা না দেওয়ার কারণে জামিনে ছাড়া পান আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, গত ১৪ অগস্ট বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে রাতে পাহারা দিয়ে কাদম্বিনী'র সুষ্ঠু বিচারের দাবি তোলেন আন্দোলনকারীরা। এরপর থেকে তাঁরা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রতিবাদ জানান, যার মধ্যে রয়েছে মোমবাতি মিছিল ও দ্রোহ সংস্কৃতি উদযাপন কমিটির অনুষ্ঠান।
শনিবারের বিক্ষোভে অংশগ্রহণকারী মহিলারা রাজ্য সরকারের আর্থিক সহায়তায় চলা বইমেলায় এসে যোগ দেন এবং প্রশাসনের বিরুদ্ধে তাদের অসন্তোষ প্রকাশ করেন। এই আন্দোলনে স্থানীয় জনগণের একত্রিত হওয়ার ফলে বিষয়টি আরও গুরুত্ব পায়।
বহরমপুরের বাসিন্দাদের এককাট্টা হয়ে জলদি বিচার প্রক্রিয়ার দাবি জানানো, এই আন্দোলনকে নতুন মাত্রা দিয়েছে। স্থানীয় নেতাদের মতে, কাদম্বিনী'র ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।