Reported By : Binay Roy
১৩ ই মার্চ , সোমবার , বহরমপুরে একটি রোডশো র আয়োজন করা হল। বহরমপুর কেন্দ্রীয় রেশম গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে এই রোডশো করা হয়। উদ্দেশ্য সাধারণ মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সচেতন করে তোলা। এদিন দুপুরে কেন্দ্রীয় রেশম কেন্দ্রের কার্যালয় থেকে কর্মীদের নিয়ে শহর পরিক্রমা করে স্বচ্ছ ভারত বা ক্লিন ইন্ডিয়া সম্পর্কে রোডশো এ মানুষের কাছে পরিচ্ছন্নতার কথা বা ভাবনা তুলে ধরা হয়। আধিকারিকরা জানান, আগামী দু সপ্তাহ ধরে এই স্বচ্ছ ভারত পালন করা হবে। আমাদের সমস্ত কর্মী রোডশো এ অংশ নিয়েছেন এদিন। আগামী দিনগুলোতে আরও নানা অনুষ্ঠান করা হবে।