REPORTED BY:- BINOY ROY
বহরমপুরে গোরাবাজার ফারি ঘাটে স্নান করতে এসে তলিয়ে গেল এক যুবক প্রলয় রজক(১৮) বাড়ি বহরমপুর গোরাবাজার এলাকায় দুই ভাই মিলে গঙ্গায় স্নান করছিল সেই সময় প্রলয় জলের স্রোতে তলিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান প্রশাসনকে এটি ব্যবস্থা নেওয়া দরকার এবং এই স্নানঘাটে এর আগেও গঙ্গায় ডুবে মৃত্যু হয়েছে চার থেকে পাঁচ জনে যারা সিভিল ডিফেন্স ডুবুরি আছেন তাদের কথা অনুযায়ী এই ঘাটে অসম্ভব পলি যুক্ত ফলে খুব বিপদজনক এই এলাকার জনপ্রতিনিধি গৌতম সাহা জানান প্রশাসনের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।