Skip to content
বহরমপুরে জেলা DYFI শাখার দলের পক্ষ থেকে আয়োজিত হল কর্মশালা

বহরমপুরে জেলা DYFI শাখার দলের পক্ষ থেকে আয়োজিত হল কর্মশালা

Reported By : Binay Roy
১৪ ই মার্চ , মঙ্গলবার , আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কোনও দলের কর্মী ও সমর্থকরা "ঢিল মারলে পাটকেল " ছুঁড়ে দেবে ডিওয়াইএফআই। এই অঙ্গিকার করে পথে নামতে চলেছে দলের কর্মীরা। আজ মঙ্গলবার বহরমপুরে জেলা DYFI শাখার দলের পক্ষ থেকে একটি কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মিনাক্ষি মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। দলের কর্মীরা জানিয়েছেন, এটি একটি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মশালা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে DYFI সরাসরি অংশ গ্রহণ করবে না। কিন্তু বাম প্রার্থীর সমর্থনে রাস্তায় নামবে। নির্বাচনে যুবদের কি ভূমিকা থাকবে তা নিয়েই কর্মশালায় আলোচনা করা হবে। গতবার পঞ্চায়েত নির্বাচন প্রহশনে পরিণত করেছিল তৃণমূল। এবারে তা হতে দেবে না DYFI.এবারে ঢিল মারলে পাটকেল ফিরিয়ে দেওয়া হবে।

Leave a Reply

error: Content is protected !!