Reported By : Binay Roy
২৩ শে ডিসেম্বর, শুক্রবার, মুর্শিদাবাদ বহরমপুর ইউনিটের যুব তৃণমূল কংগ্রেস ব্যবস্থাপনায় ও বহরমপুর পূর্ব ব্লকের সহযোগিতায় এক বিশাল বিক্ষোভ জনসভার আয়োজন করা হয় ডিজেল এবং পেট্রোলের দামের বৃদ্ধির প্রতিবাদে। জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস যুব সভানেত্রী সায়নী ঘোষ। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ ইউনিটের সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা শাওনি সিংহ রায়, যুব তৃণমূল সভাপতি মুর্শিদাবাদ বহরমপুর ইউনিটের রাকিবুল ইসলাম ও বহরমপুর বিধানসভার সাংগঠনিক চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি, ব্লক সভাপতি আইনুদ্দিন মন্ডল। এছাড়াও জেলার প্রথম সারির সকল নেতৃত্ববৃন্দ।