Reported By : Binay Roy
২০ শে আগস্ট, রবিবার, বহরমপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম পাপাই ঘোষ(২৭)। বাড়ি চুয়াপুর কদমতলা এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে বহরমপুর থানার চুয়াপুর মোড় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে। স্থানীয় সূত্রে খবর মৃত যুবক পাপাই ঘোষ তার মামার হোটেল থেকে বেরিয়ে স্কুটি চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিল সেই সময় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপরেই মামার হোটেলের সামনেই সামনা সামনি ধাক্কা মার একটি বড় ট্রাক। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই যুবক। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। কিছুক্ষণের মধ্যেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ট্রাকটিকে ট্রাকের খালাসিকে আটক করেছে। যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।