বহরমপুরে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়ে খুন হ'ল তৃণমূল নেতা। মৃত সত্যেন চৌধুরী জেলা তৃণমূল দলের সাধারণ সম্পাদক পদে ছিলেন। নিজের নির্মীয়মান একটি বাড়ির কাজ চলাকালীন বাড়ির মধ্যেই এই ঘটনা ঘটে। তিন জন দুষ্কৃতি সেখানে চড়াও হয়ে তাকে ৩ রাউন্ড গুলি করে। মাথায় ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানায়। প্রকাশ্য দিবালোকে তৃণমূল নেতা খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বহরমপুর শহরের চালতিয়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।