Skip to content
বহরমপুরে প্রাচীন সেন বাড়ির দুর্গা পুজো: ঐতিহ্যের সুরক্ষায় এক নতুন অধ্যায়

বহরমপুরে প্রাচীন সেন বাড়ির দুর্গা পুজো: ঐতিহ্যের সুরক্ষায় এক নতুন অধ্যায়

Reported By Binoy Roy

27/06/2025-বহরমপুরের খাগড়া নতুন বাজার এলাকায় অবস্থিত সেন বাড়ির দুর্গা পুজো বাংলাদেশের একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী অনুষ্ঠান। আনুমানিক ১৮৯৬ খ্রীষ্টাব্দে রাধাকৃষ্ণ সেনের হাত ধরে সূচনা হওয়া এই পুজো আজও বংশ পরম্পরায় চলছে।

প্রতিবছর সোজারথের দিন কাঠামো পুজোর মাধ্যমে পুজোর কার্যক্রম শুরু হয়। এবছরও সেই ঐতিহ্য মেনে কাঠামো পুজো আয়োজন করা হয়েছে। খড়ের কাঠামোতে মাটি লেপার কাজ সম্পন্ন করেছেন দক্ষ পুরোহিত ও প্রতিমা শিল্পীরা।

সেন পরিবারের সদস্য সুবীর সেন বলেন, “আমরা এই পুজোকে আমাদের সংস্কৃতির অংশ হিসেবে দেখি। এটি আমাদের বংশধরদের জন্য একটি মূল্যবান দায়িত্ব।” অন্যদিকে, সুলেখা সেন জানান, “এই পুজো আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। আমরা চেষ্টা করি প্রতিটি বছরের পুজোকে আরও সুন্দর করতে।”

পুজোর সময় ঠাকুরদালানে তৈরি হবে প্রতিমা, এবং এক চালার সাবেকি প্রতিমার মহালয়ায় চক্ষুদান অনুষ্ঠিত হবে। 

সেন বাড়ির দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসবই নয়, বরং এটি বহরমপুরের সাংস্কৃতিক মিলনমেলা হিসেবেও পরিচিত। প্রতি বছর নানা বয়সী মানুষ এই পুজোয় আসেন এবং একসাথে আনন্দ ভাগাভাগি করেন।

Leave a Reply

error: Content is protected !!