Reported By:- Binoy Roy
রাজ্য সরকারের করোনা বিধিনিষেধের নির্দেশে মঙ্গলবার সকালে বহরমপুরের স্বর্ণময়ী রাজার এলাকায় অভিযান চালায় বহরমপুর থানার পুলিশ প্রশাসন ও বহরমপুর ব্লকের বিডিও। এদিন মাস্ক না পরার অপরাধে প্রায় ১০ জন ব্যাক্তিকে আটক করে পুলিশ প্রশাসন। পাশাপাশি এদিন স্বর্ণময়ী বাজার কমিটি, বিডিও ও পুলিশ প্রশাসনের সঙ্গে মৌখিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় করোনার বাড়াবাড়ির কারনে আগামী দুই এক দিনের মধ্যে স্বর্ণময়ী বাজারকে ওয়াই এম এ ময়দানে স্থানান্তরিত করা হবে এবং সকল ক্রেতা ও বিক্রেতাকে মাস্ক বাধ্যতামূলক ভাবে পড়তে হবে এবং সামাজিক দূরত্ববিধি বজায় রাখতে হবে। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন, বেলডাঙ্গার এস ডি পি ও সেখ সামসুদ্দিন, বহরমপুর আই সি রাজা সরকার এবং বহরমপুর বিডিও অভিনন্দন ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মীরা।