Reported By : Binay Roy
১৪ ই আগস্ট, সোমবার, বহরমপুরে মোহনা বাসস্ট্যান্ড থেকে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হ'ল সোমবার সকালে। রাতের অন্ধকারে বাসস্ট্যান্ড চত্তরে কেউ বা কারা ওই যুবককে খুন করে ফেলে গিয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করছে স্থানীয় মানুষজন। সোমবার সকালে বাসস্ট্যান্ডের ভেতরে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন বাসস্ট্যান্ড কর্তৃপক্ষ তথা বাস কর্মীরা সকলেই। পরে থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। ঘটনাকে ঘিরে সোমবার সকালে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড এলাকায়।