Reported By : Masud Rana
৫ ই সেপ্টেম্বর, মঙ্গলবার, বহরমপুরে রবীন্দ্র সদনে প্রতিবছরের ন্যায় আজকেও সর্বপল্লি রাধাকৃষ্ণান এর জন্মদিন টিকে শিক্ষক দিবস হিসেবে পালন করাহচ্ছে। রবীন্দ্রসদনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা জেলা পুলিশ সুপার সুরিন্দর সিং, তৃনমুলের জেলা সভাপতি শাওনি সিংহ রায়, সভাধিপতি জেলা পরিষদ রুবিয়া সুলতানা, ডি আই নিপেন কুমার সিংহ, প্রথমিক বিদ্যালয় সংসদ আশিস মার্জিত ও অন্যান্য অধিকারেরা এছাড়া ছাত্র ছাত্রীরা। বিশিষ্ট শিক্ষকদের পুরস্কার ও সম্মাননা করার পাশাপাশি কৃতি ছাত্র ছাত্রী দের পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে।