Reported By : Binay Roy
৫ ই মার্চ , রবিবার, বহরমপুরে প্রতিবছরই সম্পা নৃত্যকলা কেন্দ্রের পক্ষ থেকে রেলি করে পালিত হয় বসন্ত উৎসব । আজ মিত্র কলা কেন্দ্রের কার্যালয় থেকে বহরমপুর ব্যারাক স্কয়ার পর্যন্ত বিভিন্ন রঙের সহযোগে এবং ছোট ছোট কচিকাঁচারা আজ বসন্ত উৎসব পালন করল িকা হয়ে গেছে এই বসন্ত উৎসব জানালেন নৃত্যশিল্পী শম্পা কুন্ডু তবে প্রতি বছরেই এই নানা রংবেরঙের উৎসব সকলের মনকে ভালো করে দেয়, দুদিন পরেই হোলি উৎসব তার আগেই বহু বছর ধরেই এই বসন্ত উৎসব পালন করে আসছে এই নৃত্যকলা কেন্দ্র।