Reported By : News Desk
২২ শে ডিসেম্বর, বৃহস্পতিবার, বহরমপুর শহরের জে এন একাডেমি স্কুলে ছাত্র ভর্তি করা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। বৃহস্পতিবার এই বিষয় নিয়ে সমস্যার সমাধান চেয়ে বিক্ষোভ করেন অভিভাবকরা। তাদের অভিযোগ, প্রাইমারি স্তরের ছাত্রদের উচ্চ বিদ্যালয়ে ভর্তি নেওয়াকে কেন্দ্র করে দুই প্রধান শিক্ষকের মধ্যে বিবাদ তৈরি হয়। তার ফলে আটকে গেছে বহু পড়ুয়ার ভর্তি। প্রাইমারি স্কুল কর্তৃপক্ষের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী একই স্কুল হওয়ায় পাশ করা সমস্ত প্রাইমারি ছাত্রদের পঞ্চম শ্রেণিতে ভর্তি নিতে হয়। কিন্তু উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ তা মানছেন না। উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী স্কুলের ৫০০ মিটারের মধ্যে বাস করা ছাত্রদের স্কুলে ভর্তি নেওয়ার কথা। তাই দূরে বাড়ি থাকা ছাত্রদের ভর্তি নেওয়া হচ্ছে না। বিষয়টি উচ্চ কতৃপক্ষকে দুই পক্ষ থেকেই জানানো হয়। আর এই নিয়ে গোটা ঘটনায় সমস্যায় পড়েন অভিভাবকরা।