বুধবার সন্ধ্যায় গোড়াবাজার স্যান্টাফোকিয়া ক্লাবের শুভ দীপাবলী উৎসবের উদ্বোধন করলেন সকলের প্রিয় সাংসদ লোকসভার বিরোধী দলনেতা মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। এদিন মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত সকলের সামনে নিজের বক্তব্য রাখেন অধীর চৌধুরী। শুরুতেই তিনি সকলকে দীপাবলির শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলায় যা কালীপুজো ভারতের বিভিন্ন প্রান্তে তাকে লক্ষ্মীপুজো হিসেবে সেইসব এলাকার মানুষেরা উপাসনা করেন। দিওয়ালি ও শ্যামাপুজো সারা ভারতবর্ষের মানুষকে উৎসবে আচ্ছন্ন করে রাখে।
স্যান্টাফোকিয়া কালীপুজো ৪৪ বছর অতিক্রম করল। অধীরবাবু বলেন, সকলের সহযোগীতায় স্যান্টাফোকিয়া উদ্যোগে ফের কালীপুজো অনুষ্ঠিত হচ্ছে। পুরোনো-নতুন প্রত্যেকেই এই উৎসবের আমেজে মেতে ওঠে।
নিজের বক্তব্যের মাধ্যমে মানুষজনের করোনা নিয়ে সতর্ক করতেও ভোলেননি কংগ্রেস সাংসদ। তিনি বলেন, করোনা এখনও যায়নি। কবে যাবে কেউ জানেনা। তাই এইসময়ে কালীপুজোর আনন্দ উপভোগের পাশাপাশি কঠোরভাবে সঠিক করোনা বিধি মেনে চলতে হবে।