রবিবার সকাল এগারোটা নাগাদ মুর্শিদাবাদ জেলার বহরমপুর কোর্ট ষ্টেশনে হকারদের নিয়ে বার্ষিক সম্মেলনের আয়োজন করা হল। রেলওয়ে হকার্স ইউনিয়নে বার্ষিক সাধারণ সভাতে উপস্থিত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী । এদিনের এই সভা থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অধীর চৌধুরী কাছে আবেদন করেন। রেলের যাত্রীদের সঙ্গে হকারদের ভালো সম্পর্ক রাখা দরকার বলেও উল্লেখ করেন অধীর চৌধুরী।