বহরমপুরে DYFI–র DM অফিস অভিযান | পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, রাজ্য সম্পাদকসহ আটক ৭

বহরমপুরে DYFI–র DM অফিস অভিযান | পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, রাজ্য সম্পাদকসহ আটক ৭

তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি লুটের চক্রান্তের অভিযোগ, ওবিসি বঞ্চনা এবং মুর্শিদাবাদে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে ডি ওয়াই এফ আই (DYFI) মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে বহরমপুরে ডিএম অফিস অভিযান করা হয়।

বহরমপুর জেলা কার্যালয় থেকে একটি বিশাল মিছিল শুরু হয়। মিছিলটি লালদীঘি হয়ে রবীন্দ্র সদন মোড়ে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে DYFI কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

এই ঘটনায় DYFI–র রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা সহ মোট ৭ জনকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে অভিযোগ। আটক কর্মীদের মুক্তির দাবিতে DYFI কর্মীরা বহরমপুর থানার সামনে এসে রাস্তা অবরোধ করে থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।

DYFI নেতৃত্বের অভিযোগ, রাজ্য প্রশাসন শাসকদলের স্বার্থ রক্ষা করতে গিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করছে। অবিলম্বে আটক কর্মীদের মুক্তি ও দাবি মানার আহ্বান জানানো হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে বহরমপুর শহরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ ও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি পাওয়া যায়নি।

Leave a Reply

Translate »
error: Content is protected !!