বহরমপুরে SUCI দলের আইন অমান্য কর্মসূচি

বহরমপুরে SUCI দলের আইন অমান্য কর্মসূচি

Reported By:-

বহরমপুরে বুধবার দুপুরে SUCI দলের পক্ষ থেকে আইন অমান্য কর্মসূচি কে ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হল SUCI কর্মীদের বহরমপুরে ।সন্দেশখালি দুবৃত্তদের গ্রেফতার ও শান্তি সারা দেশ জুড়ে নারী নির্যাতন বন্ধ, বিদ্যুৎ স্মার্ট মিটার ও জাতীয় শিক্ষানীতি প্রত্যাহার সহ কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে জেলা শাসকের অভিযান ডাক দেওয়া হয় SUCI দলের পক্ষ থেকে। বুধবার বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ের সামনে আটকে দেয় পুলিশ। যার কারণে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় SUCI কর্মীদের ।

Leave a Reply

error: Content is protected !!