বহরমপুর কমেট ক্লাবের পূজো

বহরমপুর কমেট ক্লাবের পূজো

Reported BY তুষার কান্তি খাঁ,
বহরমপুর,১৩ই অক্টোবর

এবারের শারদীয় উৎসবে বহরমপুরের পুজো গুলির মধ্যে অন্যতম ছিল বহরমপুর কমেট ক্লাবের দুর্গা পুজো। দীর্ঘ ৪১ বৎসর ধরে চলে আসা এবারের পুজোর আয়োজন ছিল বেশ আকর্ষণীয়। কমেট ক্লাব পুজো কমিটির সম্পাদক শিবরাম দাস জানান ১৯৮০ সালে এই পুজো তাঁদের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়। এবারের পুজোর উদ্বোধন করেন বিধায়ক শাওনি সিং রায়, নাড়ুগোপাল মুখার্জি প্রমূখ। অষ্টমীর সারাদিন ছিল খাওয়া-দাওয়ার আয়োজন।

Leave a Reply

error: Content is protected !!