Reported By : Binay Roy
১৬ ই নভেম্বর, বুধবার, বহরমপুর কলেজের গেটের সম্মুখে মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি ভীষ্মদেব কর্মকারের নেতৃত্বে টিএমসিপি ছাত্র-ছাত্রীরা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সুস্থতা কামনা করে তার বাড়িতে হাজার হাজার চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয়। ভীষ্মদেব কর্মকার জানিয়েছেন, সাংসদ অভিষেক ব্যানার্জিকে গালাগালি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেইজন্য তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্ক ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী শুভেন্দু অধিকারী সুস্থতা কামনা করে রাজ্যের প্রতি কলেজ থেকে কয়েকশো চিঠি শুভেন্দু অধিকারী ঠিকানায় পাঠানো হবে। আর তাই আজকে বহরমপুর কলেজ থেকে শুভেন্দু অধিকার ঠিকানায় চিঠি পাঠানোর কাজ শুরু হয়।