REPORTED BY:- BINOY ROY
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে পৌরসভার ভোটের গননা। বহরমপুর গার্লস কলেজে ভোট গননা হচ্ছে বেলডাঙ্গা ও বহরমপুর পৌরসভার ভোট। এদিন কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গননা শুরু হচ্ছে। ইতিমধ্যে গননা কেন্দ্রে পোলিং এজেন্টরা বসে গিয়েছে। ভোট গননার জন্য ইভিএম গুলিকে নিয়ে আসা হচ্ছে গননা কেন্দ্রে।
