Reported By : Binay Roy
৭ ই জানুয়ারি, শনিবার, বহরমপুর গোরাবাজার শ্মশানঘাটের ইলেকট্রিক চুল্লি প্রায়শ খারাপ হওয়ায় সমস্যায় পড়ছিলেন শবদাহ করতে আসা মানুষ বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে পুরসভা কর্তৃপক্ষ সমস্যা সমাধানে এগিয়ে আসে। বসানো হয় নতুন চুল্লি। শনিবার তার উদ্বোধন করা হল।