বহরমপুর চুনাখালি সর্বজনীন দুর্গাপূজা কমিটি এবার 42 তম বর্ষ গতবছর করণা আবহের কারণে সেই ভাবে পূজা করতে পারেননি কমিটির সদস্যরা আজ দুর্গাপুজো খুঁটি পুজো হয়ে গেল এবারে তাদের থিম রাজস্থান আদলে পূজা মন্ডপ এবং সমস্ত করণা বিধি মেনে পুনরায় আগের মতনই পূজা করতে চলেছেন তারা সামাজিক দূরত্ব থেকে শুরু করে সরকারি নিয়মকে মান্যতা দিয়ে এইবার বেস্ট জাঁকজমক করে পুজো করতে চলেছে নিমতলা সর্বজনীন দুর্গাপূজা কমিটি।
