সন্দেশখালিতে অত্যাচারিত মানুষের কন্ঠ রোধ করতে রাজ্যের প্রশাসনিক সন্ত্রাসের প্রতিবাদে প্রতিবাদ মিছিল কংগ্রেসের বহরমপুরে। সোমবার দুপুরে বহরমপুর সাংসদ অধীর চৌধুরীর নির্দেশে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে টাউন ও ব্লক কংগ্রেসের নেতৃত্বে এক প্রতিবাদ মিছিল বের হয়। গোটা বহরমপুর শহর প্রতিবাদ মিছিল পরিক্রমা করে। এদিনের প্রতিবাদ মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী, বিধায়িকা ফিরোজা বেগম জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস সহ অন্যান্য কংগ্রেস নেতাকর্মীরা।