Skip to content
বহরমপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে রাতের অন্ধকারে ভেঙে ফেলা হয়েছে রাস্তার লাইট ও পানীয় জলের কল

বহরমপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে রাতের অন্ধকারে ভেঙে ফেলা হয়েছে রাস্তার লাইট ও পানীয় জলের কল

REPORETD BY:-BINOY ROY

বহরমপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে রাতের অন্ধকারে ভেঙে ফেলা হয়েছে রাস্তার লাইট ও পানীয় জলের কল। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে৷ সূত্রের খবর মঙ্গলবার গভীর রাত্রে বহরমপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় একাধিক রাস্তার লাইট ভেঙে ফেলা হয়েছে ও একাধিক পানীয় জলের কল ভেঙে ফেলা ও জলের পাইপ তুলে ফেলে দেওয়ার অভিযোগ। এলাকার কংগ্রেস কাউন্সিলর হিরু হালদার জানিয়েছেন, এই এলাকায় পৌরসভার নির্বাচনে কংগ্রেসের জয়লাভ হয়েছে। তৃণমূল কংগ্রেস সেটা সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে এই দুস্কর্মগুলি করছে। তবে আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়ে আলো ও জলের পরিষেবা দেওয়ার ব্যবস্থা করতে বলব। যদি প্রশাসন এই কাজ না করে, তাহলে আমরা এলাকার লোকের কাছে চাঁদা তুলে পরিষেবা সচল করব। অন্যদিকে এলাকার তৃণমূল নেতা বা পৌর নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাপাই ঘোষ জানিয়েছেন, এলাকায় জল ও লাইটের ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করেছিল। কংগ্রেসের নতুন কাউন্সিলরের লোকজনেরাই এই গুলি ভেঙে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপাচ্ছে। পৌরসভার বোর্ড গঠন হয়ে গেলে আমরাই আবার পরিষেবা চালু করব।

Leave a Reply

error: Content is protected !!