Reported By : News Desk
২০ শে ডিসেম্বর, মঙ্গলবার, জলাভূমি ভরাট করে ফ্ল্যাট নির্মাণ বন্ধ করতে হবে, পৌরসভার অস্থায়ী কর্মচারীদের অবিলম্বে স্থায়ীকরণ করতে হবে ও ওয়ার্ড ভিত্তিক আবাস যোজনার নামের তালিকা প্রকাশ করতে হবে প্রভৃতি একাধিক দাবিদাওয়ার ভিত্তিতে ২০ ডিসেম্বর মঙ্গলবার বহরমপুর পৌরসভা চলো অভিযানের ডাক দেওয়া হয় CPI(M) এর বহরমপুর শহর এরিয়া কমিটির পক্ষ থেকে। সেই মোতাবেকে আজ বহরমপুর পৌরসভা চত্তরে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি পৌরসভার চেয়ারম্যানকে ডেপুটেশনও দেওয়া হয় দলের পক্ষ থেকে। উল্লেখ্য, ইতিমধ্যেই শহরের বেশকিছু জলাশয় বুজিয়ে ফ্ল্যাট নির্মাণ করা হয় বহরমপুর শহর জুড়ে। যার পরিণামে আগামী দিনে দুর্বিষহ অবস্থায় পড়তে হবে শহরবাসীকে। অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছে এই মুহুর্তে। যেখানে বর্তমান শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, স্বজনপোষণের পাশাপাশি চরম দুর্নীতির। যার কারণে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে গরীব মানুষ। মূলত এই সমস্ত বিষয়ের ভিত্তিতে এদিন বহরমপুর পৌরসভা চলো অভিযানের ডাক দেওয়া হয় CPI(M) এর বহরমপুর শহর এরিয়া কমিটির পক্ষ থেকে।