Reported By:- Binoy Roy
বহরমপুর যুব তৃণমূল কংগ্রেসের প্রথম বর্ষ উৎযাপন করা হল রবিবার দুপুরে একটা নাগাদ। বহরমপুর শহরের লালদিঘী এলাকায় দলের অফিসে কেক কেটে দিনটিকে উৎযাপন করলেন দলের সদস্যরা। একই সঙ্গে একটি সভাও করা হয় এদিন। বহরমপুর শহরের ২৮টি ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতিকে নিয়ে আলোচনার মাধ্যমে ভবিষ্যতের পথ চলার সিদ্ধান্ত গ্রহণ করা হল। যুব সভাপতি পাপাই ঘোষ জানান, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন রাতেই প্রতিটি সভাপতি নিজের এলাকায় দলের পতাকা উত্তোলনের মাধ্যমে মানুষের পাশে থাকার অঙ্গিকার নেবে।