মঙ্গলবার সকাল ৯টার দিকে হঠাৎই এক পঞ্চায়ত কর্মীর বাড়ীতে ইডির হানা। বহরমপুর শহরের বিষ্ণুপুর রোডে বাড়ী রথীন দে নামক পঞ্চায়েত কর্মীর। কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে বাড়ী। এই তল্লাশী কতক্ষণের হবে এখন সেটাই দেখার। সূত্রের খবর, নওদা পঞ্চায়েতে কর্মরত ছিলেন তিনি দীর্ঘদিন ধরে। একাধিক দূর্নীতির অভিযোগ তার উপর বর্তানোয় চাকরী যায় রথীন দে-র। নওদা পঞ্চায়েতে নির্মান সহায়ক হিসাবে কর্মরত ছিলেন। গত ২ বছর আগে তার বিরুদ্ধে টাকা তছরূপের জন্য সাসপেন্ড করা হয়। অভিযোগ ১০০ দিনের কাজের প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করে নিজের এবং তার বোনের অ্যকাউন্টে টাকা স্থানান্তর করে।