আজ সকালে মুর্শিদাবাদের ফরাক্কা হয়ে প্রবেশ করে এইমাত্র বহরমপুর শহরে প্রবেশ করলো রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। উল্লেখ্য- মুর্শিদাবাদে এই ন্যায় যাত্রা প্রবেশ করা থেকে শুরু করে যে উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে জনসাধারণের মধ্যে তার কোনো ব্যতিক্রম হয়নি বহরমপুর শহরেও। এদিন সন্ধ্যায় বহরমপুরের পঞ্চাননতলা দিয়ে প্রবেশ করে শহরের একাধিক এলাকা পরিক্রমা করে এই যাত্রা পৌঁছায় মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে। সেখানে সামান্য সময় বিরতির পর তিনি কান্দির নবগ্রাম ভাটপাড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। যেখানে আজ রাত্রি যাপনের কথা রয়েছে এই ন্যায় যাত্রার।