Reported By : Binay Roy
১২ ই অক্টোবর, বৃহস্পতিবার, বহরমপুর শহর জুড়ে শিশুদের মাধ্যমে পথ সচেতনতা বিষয়ে পরিবার সদস্যদের সচেতন করতে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হ'ল মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে। বৃহস্পতিবার বহরমপুর শহর জুড়ে পথ সচেতনতার বার্তা জনসমক্ষে তুলে ধরতে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হ'ল মুর্শিদাবাদ জেলা পুলিশ তথা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। এদিনের এই র্যালিতে উপস্থিত ছিলেন বহরমপুর পুলিশ জেলার পুলিশ সুপার সহ বহরমপুর থানা ও ট্রাফিক পুলিশের আধিকারিক ও পুলিশ কর্মীরা। এই র্যালিতে সামিল করা হয় শহরের বেশকিছু স্কুলের ছাত্রছাত্রীদেরও। রাস্তায় পুলিশ প্রশাসন বা ট্রাফিক আইন অনেকেই অমান্য করে থাকেন। যার ফলে দিনের পর দিন ক্রমশ বেড়েই চলেছে পথ দুর্ঘটনা সংখ্যা। তাই শিশুদের মাধ্যমে পরিবার সদস্যদের সচেতন করতে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বহরমপুর পুলিশ জেলার পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব।