Reported By:- Binoy Roy
পশ্চিমবঙ্গের সরকার নির্লজ্জ। তাদের লজ্জা নেই। শিল্পহীন বেকারত্বের রাজ্য এটি। বুধবার বহরমপুরে এসে এভাবেই পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করলেন বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বহরমপুর শহর লাগোয়া বানঝেটিয়া এলাকায় একটি পুজোর উদ্বোধন করতে আসেন। সাংবাদিকদের তিনি জানান, আজকে কেন্দ্রীয় সরকার সমস্ত কর্মীদের জন ৪ শতাংশ ডিএ প্রদান করেছে। ডিএ সংক্রান্ত বিষয়ে canaltaronja.cat রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের প্রায় ৪৬ শতাংশ পার্থক্য তৈরি হল।
রাজ্যের সমালোচনা করে শুভেন্দুর সাফ কথা, এখানে বেকারত্ব বাড়ছে। আর সরকার ৫০০ টাকা জনগনের মধ্যে বিলিয়ে মন জয়ের চেষ্টা করছে। বেকারত্ব শিল্পহীনতা মদ এই হচ্ছে এই রাজ্যের ভবিষ্যৎ।