Skip to content
বহরমপুর ষ্টেশনে এলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

বহরমপুর ষ্টেশনে এলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

Reported By : Binay Roy
৭ ই জুলাই, শুক্রবার, হাতে গোনা আর মাত্র কয়েক ঘন্টা বাকি- তার আগে আজ শুক্রবার সকালে ১০: ১৫ মিনিট নাগাদ হঠাৎই হাজারদুয়ারী এক্সপ্রেস ট্রেনে করে বহরমপুর কোর্ট ষ্টেশনে এসে উপস্থিত হলেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেখানে জেলা প্রশাসনের তরফ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়। সেখান থেকে তিনি সরাসরি চলে যাবেন নির্বাচনকে কেন্দ্র করে খড়গ্রামে খুন হওয়া কংগ্রেস কর্মী ফুলচাঁদ সেখের বাড়িতে। সেখানে তিনি মৃতের পরিবার সদস্যদের কথা বলবেন। পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙাতেও খুন হয়ে যাওয়া অপর এক ব্যক্তির বাড়িতেও দেখা করে পরিবার সদস্যদের সাথে খুনের প্রকৃত কারণ বিষয়ে কথা বলবেন তিনি। আর সেই কারণেই পঞ্চায়েত নির্বাচনের আগের দিনে মুর্শিদাবাদ জেলাতে এলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এখনও পর্যন্ত আজকের দিনে মুর্শিদাবাদে রাজ্যপালের প্রোগ্রাম সূচি বিষয়ে এমনটাই জানানো হয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে।

Leave a Reply

error: Content is protected !!