Skip to content
বহরমপুর সেন্ট্রাল জেলে বন্দী আসামিদের খোঁজ খবর নিতে গিয়ে হেনস্তা হলেন APDR সংগঠনের সদস্যরা

বহরমপুর সেন্ট্রাল জেলে বন্দী আসামিদের খোঁজ খবর নিতে গিয়ে হেনস্তা হলেন APDR সংগঠনের সদস্যরা

Reported By:- Binoy Roy

বহরমপুর সেন্ট্রাল জেলে বন্দী আসামিদের খোঁজ খবর নিতে গিয়ে জেলখানা কর্তৃপক্ষের কাছে হেনস্তা হলেন APDR সংগঠনের সদস্যরা। তাদের অভিযোগ- বর্তমানে সিঙ্গুর থানার দৌলতপুরের বাসিন্দা অজয় দাস নামে জনৈক ব্যক্তি তিনি বহরমপুর সেন্ট্রাল জেলে রয়েছেন যাবজ্জীবন কারাদণ্ডের আসামি হিসেবে। পরিবার সদস্যদের অভিযোগ- জেলখানায় তার কাজের পারিশ্রমিক তাকে দেওয়া হয়না, পরিস্কার ড্রেস অথবা রুচিসম্মত খাবার- কোনো কিছুই সঠিক ভাবে দেওয়া হয়না। এমনকি বিগত ১৩ বছর জেল বন্দী থেকে এখনও পর্যন্ত তার আধার কার্ড পর্যন্ত করিয়ে দেওয়া হয়নি জেলখানা কর্তৃপক্ষের তরফ থেকে। যার কারণে বর্তমানে নানাবিধ সমস্যায় পড়তে হচ্ছে জেল বন্দী অজয় দাসের পরিবার সদস্যদের। এদিন মূলত এই বিষয় নিয়েই বহরমপুর সেন্ট্রাল জেলে বন্দীদের সুবিধা অসুবিধা জানতে গিয়ে জেল সুপারের কাছে হেনস্তা হলেন APDR এর সদস্যরা।

Leave a Reply

error: Content is protected !!