বহরমপুর স্টুডেন্টস হেলথ হোমের ভাইফোঁটা

বহরমপুর স্টুডেন্টস হেলথ হোমের ভাইফোঁটা

২৭ শে অক্টোবর, বৃহস্পতিবার, বহরমপুর স্টুডেন্টস হেলথ হোমের আঞ্চলিক কেন্দ্র প্রতি বছরের ন‍্যায় এবছরও ভাই ফোঁটা উৎসব পালন করল।

এদিন বিকেল বেলা বহরমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বস্তিবাসীদের ফোঁটা দিল স্টুডেন্ট হেলথ হোমের সদস্যরা। হেলথ হোমের আমন্ত্রণে সাড়া দিয়ে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি দুস্থ শিশুদের হাতে খাতা ও পেন তুলে দেয়। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক বিউটি চন্দ্র, অনিন্দ্য ভট্টাচার্য, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সোমা ভৌমিক সহ আরো অনেকে।

Leave a Reply

error: Content is protected !!