Reported By : Binay Roy
১৯ শে জানুয়ারি, বৃহস্পতিবার, মুর্শিদাবাদ আরটিও অবৈধ টোটোকে আটকে দেওয়ার প্রতিবাদে বহরমপুর কোর্ট স্টেশন এলাকায় অনির্দিষ্ট কালের জন্য টোটো চালানো বন্ধ টোটো চালকদের। ফলে সমস্যয় পড়েছেন নিত্যযাত্রীরা। বৃহস্পতিবার সকাল থেকে বহরমপুর কোর্ট স্টেশন এলাকায় প্রায় ২৫০ জন টোটো চালক তাদের টোটো চালানো বন্ধ রেখেছেন। এদিন তৃণমূল টোটো ইউনিয়নের সভাপতি রবীন্দ্রনাথ দে জানিয়েছেন, গত মঙ্গলবার থেকে প্রায় ১৫০ টি টোটোকে অবৈধ বলে আটকে রেখেছে আরটিও। তারা আরটিও দপ্তরের সাথে কথা বললে দপ্তর থেকে জানানো হয়, ইকার্ট অনুমোদিত ১৩ টি কোম্পানির গাড়ি শুধু চলাচল করবে। বাকি গাড়িকে চলতে দেওয়া হবে না। কোনো নোটিশ ছাড়াই টোটো আটকানোর প্রতিবাদে এদিন তারা টোটো চালানো বন্ধ রেখেছেন। তিনি আরো জানিয়েছেন, আরটিও তাদেরকে কয়েক মাস সময় দিলে আস্তে আস্তে তারা বৈধ ভাবে গাড়িগুলো চালানোর ব্যবস্থা করবেন। হঠাৎ করে এত টাকা পয়সা কারো নেই যে তারা এখনই নতুন গাড়ি কিনে রাস্তায় চালাতে পারবেন। ফলে সমস্যায় পড়া নিত্য যাত্রীরা জানিয়েছেন, এইভাবে হঠাৎ করে টোটো বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছেন তারাও। দূর দুরান্ত থেকে আসা যাত্রীদের পায়ে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছতে হচ্ছে। অন্যদিকে, মুর্শিদাবাদ আরটিও জানিয়েছেন, যা করা হয়েছে আইন মেনেই করা হয়েছে পাশাপাশি যাত্রী সুরক্ষার ব্যাপারটাও দেখা হচ্ছে।