Reported By : Binay Roy
২২ শে জুলাই, শনিবার, বহু প্রতীক্ষিত নসিপুর রেল ব্রিজ পরিদর্শনে অধীর চৌধুরী। শনিবার দুপুরে লালবাগের নশিপুর রেল ব্রিজ পরিদর্শনে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সহ রেল আধিকারিকগণ। এদিন অধীর বাবু নসিপুর রেল ব্রিজের রেললাইন বরাবর বেশ কিছুটা হেঁটে পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন পূর্ব রেলের চিপ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। অধীর বাবু আরো বলেন দীর্ঘদিন ধরে এই রেল ব্রিজ তৈরির চেষ্টা তিনি করছিলেন অনেক জট জটিলতা কাটিয়ে অবশেষে সেই কাজের গতি এসেছে এবং প্রায় কাজ শেষের দিকে। আগামী আর কয়েক মাসের মধ্যেই রেল ব্রিজের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি। আগামী ডিসেম্বর মাস নাগাদ রেল ব্রিজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা এবং রেল চলাচল করার সম্ভাবনা রয়েছে।