Skip to content
বহু প্রাচীন গাছের ডাল কাটা হচ্ছে জলঙ্গী বহরমপুর রাজ্য সড়কে

বহু প্রাচীন গাছের ডাল কাটা হচ্ছে জলঙ্গী বহরমপুর রাজ্য সড়কে

REPORTED BY:-MASUD RANA

বুধবার জলঙ্গি থেকে বহরমপুর রাজ্য সড়কের ভাদুরিয়াপাড়া বাজারে দীর্ঘদিনের পুরানো গাছের ডাল কাটা হয়।
জানাযায় বহু বছর পুরনো এই গাছ। যার ফলে গাছের ডাল শুকিয়ে যায়। আর শুকিয়ে যাওয়ার ফলে বিপদজনক হয়ে ওঠে ভাদুরিয়া পাড়া বাজার। কেননা ওই বাজারে সব সময় শত শত লোক চলাফেরা করে। সেই বিপদের আশঙ্কা বুঝে আজ সকাল সকাল গাছের শুকনো ডাল কাটার উদ্যোগ নিল ভাদুরিয়া পাড়া বাজার ব্যবসায়ী সমিতি|সরকারি নির্দেশ মেনে কাটা হল এই গাছ। বিডিও, বনদপ্তর, ইলেকট্রিক সিটি ও থানাকে জানিয়ে ওই গাছের ডাল কেটে বিপদ মুক্ত করা হয়।

Leave a Reply

error: Content is protected !!