শনিবার রাতে রানিনগর থানার পুলিশ কাহারপাড়া লোহাসেতু এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময়ে দুই বাংলাদেশি নাগরিক, নুরুল ইসলাম ও মহম্মদ বাদশা, এবং একজন ভারতীয় নাগরিক, লালন শেখকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, নুরুল ইসলাম বাংলাদেশের রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ থানার চরবাগডাঙা গ্রামের বাসিন্দা, এবং মহম্মদ বাদশা একই জেলার নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা।গ্রেপ্তার হওয়া লালন শেখ রানিনগরের খামারপাড়া গ্রামের বাসিন্দা। তিনজনকেই বেআইনিভাবে ভারতে প্রবেশ করার অপরাধে আটক করা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে এবং রবিবার লালবাগ এসিজেএম আদালতে তাদের সাত দিনের পুলিশ হেফাজতে নেয়া হবে বলে জানায়।অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এবং পুলিশ জানিয়েছে, এই রকম কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
