বাংলায় আবারও চলল বুলডোজার

বাংলায় আবারও চলল বুলডোজার

Reported By : Masud Rana ১৪ ই ডিসেম্বর, বুধবার , মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সামনে অবৈধ একটি শপিং কমপ্লেক্স ভাঙার কাজ শুরু করল জেলা পূর্ত দফতর। প্রসঙ্গত উল্লেখ্য, ভরতপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ওই শপিং কমপ্লেক্সটি তৈরি করা হয়েছিল জেলা পূর্ত দপ্তরের জায়গায়। কলকাতা হাইকোর্টে এক গৃহবধূ মামলা করেন। ওই মামলা হওয়ার পর ওই শপিং কমপ্লেক্সের কিছুটা অংশ গত ২২ শে অক্টোবর বুলডোজার দিয়ে ভেঙে ফেলে ভরতপুর এক নম্বর ব্লক প্রশাসন। পরে আবার মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, গোটা শপিং কমপ্লেক্সটি ভেঙে দিতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বুধবার সকাল থেকে বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ওই শপিং কমপ্লেক্সটি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু করল জেলা পূর্ত দফতর। শপিং কমপ্লেক্স ভাঙার সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বাড়তি সতর্কতা হিসেবে ভরতপুর থানার পুলিশের পক্ষ থেকে মোতায়েন করে রাখা হয় বিশাল পুলিশ বাহিনী। তবে প্রশ্ন উঠছে লক্ষ লক্ষ টাকা খরচ করে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কেন এবং কার স্বার্থে এই অবৈধ নির্মাণ করা হয়েছিল।

Leave a Reply

error: Content is protected !!