Skip to content
বাংলায় রাজনৈতিক সন্ত্রাস: অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ তুললেন

বাংলায় রাজনৈতিক সন্ত্রাস: অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ তুললেন

Reported By:- Binoy Roy

বহরমপুরে 29 শে এপ্রিল অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বাংলায় সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “সামশেরগঞ্জে পরিকল্পিতভাবে হামলা হয়েছে, যেখানে 13 জন গুলিবিদ্ধ হয়েছে এবং একজন মারা গেছে।”

অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন যে, এসব ঘটনার পিছনে তৃণমূলের স্থানীয় নেতাদের হাত রয়েছে। তিনি দাবি করেন, “যেভাবে সাধারণ মানুষের বাড়িঘর পুড়ে যাচ্ছে এবং নিরীহ মানুষের উপর আক্রমণ করা হচ্ছে, তা খুবই উদ্বেগজনক। রাজনৈতিক বিভাজনের এই পরিবেশ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, “গ্রামের মানুষ আজ আতঙ্কিত। একটি মন্দির ভেঙে দেওয়া হয়েছে এবং তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা চাই প্রশাসন এগিয়ে এসে ক্ষতিপূরণ এবং নিরাপত্তা নিশ্চিত করুক।”এছাড়া, তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান যে, সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস পুনর্স্থাপন করা উচিত। “যে ধর্মের লোকই হোক, সহিংসতার এই পরিবেশে কাউকেই বাদ দেওয়া উচিত নয়। আমাদের উচিত সমাজে শান্তি ফিরিয়ে আনা,” বলেন তিনি। চৌধুরী’র এই বক্তব্য রাজনৈতিক মহলে অল্প সময়ের মধ্যেই আলোচনার সৃষ্টি করেছে। তিনি নাম না করে বিজেপি এবং সিপিএমেরও সমালোচনা করেন, তবে জানান যে, এখন সময় এসেছে একসাথে কাজ করার। “যে রাজনৈতিক লড়াই হবে, তা অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে,” যোগ করেন তিনি। সাংবাদিক বৈঠকে বাংলার মানুষের প্রতি তার আন্তরিক সহানুভূতি ও সাহায্যের প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। “আমরা সকলেই বাঙালি, আমাদের উচিত একত্রে এই সংকট মোকাবিলা করা,” শেষ করেন তিনি।

Leave a Reply

error: Content is protected !!