উত্তরপ্রদেশের লখিমপুরের খিরির ঘটনা ভারতবর্ষের বিজেপি সরকারে কুৎসিত ও বর্বরতার চিহ্ন। ভারতবর্ষের সমস্ত মানুষ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। প্রিয়াঙ্কা গান্ধীকে যেভাবে আটক বা গ্রেপ্তার করা হয়েছে তাতে মনে হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী একজন সন্ত্রাসবাদী। অথচ তৃণমূল পার্টির এম পি রা গিয়ে সেখানে মৃত পরিবারদের সাথে দেখা করতে পারল। অথচ রাহুল গান্দীকে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে যেতে দেওয়া হচ্ছে না। এই কেন্দ্র সরকার বৈষম্য মূলক আচরণ করছে। ভারতবর্ষে কংগ্রেসকে খতম করতে ২ টি দলকে বিজেপি পার্টি মদত দিচ্ছে। তাদের মধ্যে একটি দল হচ্ছে আপ। প্রিয়াঙ্কা গান্ধী যে বাড়িতে থাকতেন তাকে সেই বাড়ি থেকে উচ্ছেদ করেছে এই বিজেপি সরকার। এর কারন কংগ্রেস বিজেপি পার্টির কাছে সব থেকে বড় প্রতিপক্ষ। আজ বাংলার মুখ্যমন্ত্রীকে অমানবিক লাগছে কারণ, একজন মহিলার উপর বিজেপি সরকার যেভাবে জুলুম করছে, সন্ত্রাসবাদের মতো আচরণ করছে অথচ বাংলার মুখ্যমন্ত্রী এই নিয়ে কোন প্রতিবাদ করলেন না৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অমানবিক আচরণ আমাকে ব্যাথিত করেছে৷