Reported By:- MD. Jakaria
উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের যুবক জুনেইদ আলম হরিয়ানার পানিপথে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে পুলিশের হাতে ‘বাংলাদেশি’ সন্দেহে আটক হন। জুনেইদের মতো আরও ১১ জন বাংলার পরিযায়ী শ্রমিকও একই অভিযোগে গ্রেফতার হন। তিনদিন ধরে থানায় আটকে রেখে চলেছে শারীরিক ও মানসিক নির্যাতন।জুনেইদ ফিরে এলেন আহত শরীর ও গভীর ক্ষোভ নিয়ে। স্থানীয় হাসপাতালের কর্তৃপক্ষ অভিযোগ করেছেন যে, তাঁর নামে ‘বাংলাদেশি’ ট্যাগ থাকায় হাসপাতালে ভর্তি নিতে চায়নি কেউ।এই অপবাদ ও অত্যাচার শুধুমাত্র একজন শ্রমিকের বিরুদ্ধে নয়, এটি গোটা বাংলার আত্মসম্মানের ওপর আঘাত। স্থানীয় জনগণের প্রশ্ন—বাংলার মানুষ যদি ভিনরাজ্যে গিয়ে ‘বাংলাদেশি’ অপবাদে বাধ্য হয়ে নির্যাতিত হয়, তবে মুখ্যমন্ত্রীর ‘এনআরসি হবে না’ প্রতিশ্রুতি কতটুকু কার্যকর? বাংলার জনগণের দাবি—অবিলম্বে তদন্ত হোক, দোষীদের শাস্তি হোক। এবং আসুন, এই অপমান মুছে ফেলতে আমরা একত্রিত হই, মাথা তুলে দাঁড়িয়ে বাংলার প্রতিটি সন্তানকে গর্বিত করি।