Skip to content
বাংলার সাধারণ মানুষের ১০০ দিনের কাজের টাকার দাবিতে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের

বাংলার সাধারণ মানুষের ১০০ দিনের কাজের টাকার দাবিতে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের

Reported By : মোহাম্মদ জাকারিয়া

২রা ডিসেম্বর, শনিবার, কেন্দ্রের বিজেপি সরকারের কাছে বাংলার সাধারণ মানুষের ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনা ও গ্রামীণ সড়ক যোজনার পাওনা টাকার দাবীতে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লক তথা চাকুলিয়া বিধানসভার অন্তর্গত বাজারগাঁও ১ নম্বর অঞ্চলের বিভিন্ন বুথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।

এ প্রসঙ্গে তৃণমূল নেতা তথা বাজারগাঁও ১ নম্বর পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আবদুল মাজেদ বলেন, প্রায় দু তিন বছর ধরে ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনা ইত্যাদির টাকা এ রাজ্যে পাঠায় না কেন্দ্র সরকার। প্রতিহিংসার রাজনীতি চলছে। অন্য রাজ্য গুলো টাকা পেলেও বাংলা কেন পাবে না এ প্রশ্ন তোলেন তিনি। এছাড়াও তিনি বলেন, আজ মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতি বুথে যে প্রতিবাদ মিছিল আয়োজিত হয়েছে তাতে প্রায় ৭০০ থেকে ৮০০ লোক অংশগ্রহণ করেছেন। ওপর একটা তৃণমূল নেতা বলেন, কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা সহ আবাস যোজনা ও গ্রামীণ সড়ক যোজনার পাওনা টাকা দিক, এটিই সাধারণ মানুষের একমাত্র দাবি।

Leave a Reply

error: Content is protected !!