শুক্রবার বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন খাদ্য পক্রিয়াকরণ মন্ত্রী সুব্রত সাহা। ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই মেলার শুভ সূচনা করেন তিনি। আগামী ৩ দিন ব্যাপি এই মেলা চলবে বলে জানা গিয়েছে। প্রতিদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে মেলাকে ঘিরে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মন্ত্রী সুব্রত সাহা ছাড়াও অতিরিক্ত জেলা শাসক (জেলাপরিষদ), ডি আই সি ও প্রবাল বসাক, সদর মহকুমাশাসক প্রভাত চ্যাটার্জী সহ অন্যান্য আধিকারিকগন।