Reported By :- Masud Rana
সোমবার (25.02.2025) দুপুরে সাগরপাড়া ঘোষপাড়ায় একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে, যার ফলে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরপাড়া থেকে জলঙ্গির দিকে যাওয়ার পথে একটি চার চাকা গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা বহরমপুরগামী একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে সাগরপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। জানা যায়, দুর্ঘটনাকবলিত গাড়িটির এয়ারব্যাগ খুলে যাওয়ায় চালক তেমন কোনো আঘাত পাননি, তবে বাইক চালক রাকেশ সেখ (বাড়ি চর কাকমারী) মারাত্মকভাবে আহত হন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অপর বাইক আরোহী বাপ্পা সেখ (বাড়ি সীতানগর) সামান্য আহত হয়েছেন এবং তাঁকে সাগরপাড়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন দুটি উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও অসতর্কতা এই দুর্ঘটনার কারণ হতে পারে।
এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা জোরালোভাবে তুলে ধরছে স্থানীয়রা। তাঁদের মতে, নিরাপত্তা বিধিমালা মেনে চলা এবং সড়কে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।