Reported By:- Masud Rana
বাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক আহত আরো এক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গী থানার মধুবন এলাকায় যদিও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে নদীয়ার দিকে থেকে ওই বাইক চালক গাড়ি চালিয়ে জলঙ্গির দিকে আসলেন সেই সময় জলঙ্গির দিক থেকে নদীয়ার দিকে যাওয়ার একটি কলা বোঝাই গাড়ি সজরে গিয়ে ধাক্কা মারে তখনই ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তি এবং আহত হয় অপরাধ যদিও আহত ব্যক্তিকে প্রথমে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় সাদি খাঁন দিয়ার গ্রামীণ হসপিটাল অবস্থার অবনতি ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে বলে জানা যায়