এলাকায় বাঘরোলের আগমন সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দ বিপ্লব ঘোষ,ব্রাহ্মণপাড়া হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাস ও মাজু সাব ইউনিটের সদস্য সৌরভ দত্ত।বল্লভবাটী গ্রামের বাসিন্দাদের বাঘরোল সম্পর্কে বিভ্রান্তি কাটাতে সচেতনতা মূলক লিফলেট বিলি করে ব্রাহ্মণপাড়া হাইস্কুল(উ:মা)--এর স্কুল পড়ুয়ারা।