News Dask
সাংবাদিকতা হল জীবন, সমাজ ও রাষ্টের গতি প্রকৃতি বর্ণনার একটি কৌশল । চিন্তা ধারার উন্নয়ন, সাংস্কৃতিক ও রাজনৈতিক রূপান্তরের ধারক ও বাহক হলো সাংবাদিকতা । বর্তমানে মানুষের আচার-অনুষ্ঠান, কাজ-কর্মে প্রভাব বিস্তারকারী সবচেয়ে শক্তিশালী উপায় সাংবাদিকতা। স্বর্গীয় বিজয়কৃষ্ণ রায় বাংলার সাংবাদিক জগতের এক উজ্জল নক্ষত্র। ১৯৫৭ সাল থেকে প্রায় আট বছর তিনি “জনসেবক” পত্রিকার প্রধান সাংবাদিক ছিলেন । কাজ করেছেন “যুগান্তর” এবং “অমৃত বাজার” পত্রিকার সিনিয়র সাংবাদিক হিসেবে।তাছাড়াও “দৈনিক বসুমতী” পত্রিকার প্রধান চীফ রিপোর্টার ছিলেন তিনি। সরকারি গেজেট থেকে জানা যায়, ২৯ আগস্ট ১৯৬১ সালে বালি মিউনিসিপ্যাল কমিশনার হিসেবে স্বর্গীয় বিজয়কৃষ্ণ রায় ও রামজনম সিং যুগ্মভাবে প্রস্তাব করেন বালি পৌরসভার প্রশাসনিক কাজে বাংলা ভাষা ব্যবহার করা হোক ।
সরকারের সঙ্গে চিঠিপত্র আদান প্রদানও বাংলা ভাষায় করা হোক।শুধু তাই নয় সাধারন মানুষের সুবিধার্থে বেলুড় স্টেশনে রেল ওভার ব্রিজ তৈরি করার আবেদন জানান ,যা ১৫/১০/১৯৬২ সালে আনন্দবাজার পত্রিকায় ” ওভার ব্রিজ চাই” শীর্ষক সংবাদ হিসেবে প্রকাশিত হয়। BFAJ এ তিনি ২ বার সিনিয়র সাংবাদিক সভাপতি ও কলকাতা প্রেস ক্লাব এর আজীবন সিনিয়র সাংবাদিক সদস্য ছিলেন । তার সম্মানার্থে ভারতীয় সম্মানার্থে ভারতীয় ডাক বিভাগ ২০১৭ সালে স্বর্গীয় বিজয়কৃষ্ণ রায় এর মৃত্যুর পর তার ছবিসহ ডাকটিকিট প্রকাশ করে।স্বর্গীয় বিজয়কৃষ্ণ রায়ের কাজ, তার জীবনদর্শন প্রভাবিত করেছে উত্তরসূরি অনেক সাংবাদিককেই। শুধু আজকের দিনেই নয়, ভবিষ্যতেও সাংবাদিকতার জগতে এক উজ্জ্বল আলোর দিশা হয়ে থাকবেন এই গুণী মানুষটি।