Reported By:- News Desk
প্রতিদিনের মতোই মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের অন্তর্গত খড়গ্রাম চন্ডী মন্ডপ তোলার অঙ্গনওয়ারী কেন্দ্র থেকে বাচ্চাদের মিড ডে মিল বিতরণ করা হচ্ছিল। মিড ডে মিলের খিচুড়ি বিতরণের সময় একটি বাচ্চার খিচুড়ি থেকে মিলল মরা কানকুটারি। দেখা মাত্রই শোরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়তেই অঙ্গনওয়ারী কেন্দ্রের দুরবস্থার দিকে আঙুল তুলতে শুরু করে অভিভাবকেরা। যদিও এ বিষয়ে কোনো কিছু বলতে নারাজ অঙ্গনওয়ারীর কর্তৃপক্ষরা।