রামপুরহাট থানার পুলিশ গোপনসুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিস্ফোরক ভর্তি গাড়ী বাজেয়াপ্ত করল। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার ১৪ নম্বর জাতীয় সড়কের উপর মাঝখন্ড গ্রামের কাছে। বাজেয়াপ্ত বিস্ফোরক গুলির মধ্যে রয়েছে ৫৫০০ পিস জিলেটিন স্টিক এবং ২৫০০ পিস ডিটোনেটর। বাজেয়াপ্ত করা হয়েছে বিস্ফোরক বোঝায় একটি চারচাকা গাড়ীও। তবে গাড়ীটির চালক ও খালাসি পলাতক। কে বা কারা কি উদ্দ্যেশ্যে বিস্ফোরক গুলি নিয়ে যাচ্ছিল সেই ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।